ফিলিস্তিনের পবিত্র শহর জেরুজালেম এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে চারজন। এসময় পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়।
আল-জাজিরা জানায়, স্থানীয় সময় রোববার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। আল-আকসা মসজিদের কাছে বাব আল-সিলিসিলা এলাকায় অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের লক্ষ্য করে গুলি করে বন্দুকধারী এক ফিলিস্তিনি।
এসময় বেশ কয়েকজন হতাহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আহত একজনের মৃত্যু হয়। হতাহতদের মধ্যে দুইজন বেসামরিক ও দুইজন পুলিশ কর্মী রয়েছেন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জেরুজালেমের এই এলাকাটি ইহুদি ও মুসলিমদের উভয় জাতির কাছেই পবিত্র। অতীতেও এই পবিত্র স্থানকে ঘিরে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে।
সম্প্রতিক সময়ে এটি দ্বিতীয় সহিংসতার ঘটনা। গত সপ্তাহে ১৬ বছর বয়সি এক ফিলিস্তিনি যুবক দুই ইসরায়েলি সীমান্তরক্ষীকে ছুরিকাঘাতে আহত করে। নিরাপত্তাবাহিনীর গুলিতেই তার মৃত্যু হয়।